রাজধানীর আসাদ গেট এলাকা নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. সিরাজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, সিরাজুল ইসলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসি মো. আলী ইফতেখার হাসান জানান, সিরাজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে নারায়ণগঞ্জে একাধিক হত্যা মামলা আছে। তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
Tags
রাজনীতি