"

আ. লীগ একটা বিজনেস গ্রুপ যারা মুক্তিযুদ্ধকে প্রভিডেন্ট ফান্ড বানিয়েছিল- আশরাফ কায়সার


সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এই প্রশ্নের জবাবে সাংবাদিক আশরাফ কায়সার বলেন, আমার মতে এই আলোচনা অত্যন্ত অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেন, প্রায় দু’হাজার মানুষকে খুন করে আওয়ামী লীগ সরকার পালিয়েছে। তার আগে ১৬ বছর ফ্যাসিবাদ কায়েম করেছে। এছাড়াও তিনটি ডামি নির্বাচন করেছে, এবং ১৮শ মানুষকে বিনা বিচারে হত্যা ও গুম করেছে, আয়নাঘরে আটকে রেখেছে। এরকম একটা অপরাধী চক্রকে গণতান্ত্রিক শাসনের অংশ ভাবা উচিত নয়। তারা সন্ত্রাসী দল। তাদের আইনানুগভাবে বিচারের অপেক্ষা করবো আমরা।

এছাড়াও তিনি বলেন, আমি হতাশ হয়েছি শুনে যে বিএনপি চায় তারা নির্বাচনে আসুক। বিএনপি একটি গণতান্ত্রিক দল সুতরাং তাদের প্রত্যাশা ভিন্ন তবে আওয়ামী লীগের অপরাধ গুরুতর সুতরাং তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া গণঅভ্যুথানের সাথে বেঈমানি করা।

আশরাফ কায়সার বলেন, আওয়ামী লীগ একটি বিজনেস গ্রুপ, তারা মুক্তিযুদ্ধকে প্রভিডেন্ট ফান্ড বানিয়েছিল।তার সাথে দেশের ব্যবসায়ী,জনগণ,গণমাধ্যম বা তার দলের লোকজন সুবিধা নিতে চায়। তারা চেষ্টা করছে গত তিনমাসকে ভুলে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা এই ষড়যন্ত্রকে ধরতে পেরেছে, তাই তারা এই ষড়যন্ত্রকে দ্বিতীয় বিপ্লব বলছে।আমি মনে করি তারা ওয়াচডগ হিসেবে না থাকলে দেশের সংস্কার সম্ভব হবে না।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال