"

হাসিনা জুতা পরার সময় পায়নি, আপনারাও পালানোর সময় পাবেন না’


এবার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা নেই জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনা জুতা পরার সময় পাননি, আপনারাও পালিয়ে যাওয়ার সময় পাবেন না। শনিবার (৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের আস্ফালন থামেনি। কেউ আওয়ামী লীগের নাম নিলে তার পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগের দোসরদের কোনো জায়গা হবে না।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে স্থায়ী করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে। আমরা এই সরকারকে স্থিতিশীল করতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন একইসঙ্গে ভাবতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এ সময় গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে নেত্রকোনা-২ আসনে হাসান আল মামুনের নাম প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন।

এদিন সমাবেশে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদর সাধারণ সম্পাদক নাদিম হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি রাজু রায়হানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال