"

এবার নির্বাচন কমিশনারের মুখে মারা হলো কালি!



জর্জিয়ায় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দেশটির প্রধান নির্বাচন কমিশনারের মুখে কালি ছুড়ে মারার ঘটনা ঘটেছে। শনিবার তিনি ফলাফল ঘোষণা করছিলেন। এই নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল।

ফলাফল ঘোষণার সময় বিরোধী দলের নেতা ডেভিড কির্তাদজে প্রধান নির্বাচন কমিশনার জর্জি কালানদারিসাভিরর মুখে হঠাৎ করে কালি ছুড়ে মারেন। এতে তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

জর্জিয়ার এবারের নির্বাচনে রাশিয়াপন্থি ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি জয় পেয়েছে। তারা মোট ৫৩ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে ১৫০ আসন বিশিষ্ট সংসদের ৮৯টি আসন জিতেছে।গত ২৬ অক্টোবর দেশটিতে এ নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে শনিবার বৈঠক ডাকেন। সেখানেই ঘটে এ ঘটনা।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال