"

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা


রাজধানীর বঙ্গবাজারে ২০২৩ সালে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ( ডিএনসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ১৮ জনের নাম উল্লেখ করে ৩০ জনের নামে মামলা করা হয়েছে।


শুক্রবার (২২ নভেম্বর) শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। এ বিষয়ে শনিবার (২৩ নভেম্বর) আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।


শাহবাগ থানার ওসি মুহাম্মদ খালিদ মুনসুর কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।


মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানীর বঙ্গবাজার দুই বছর আগে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল ক্ষতিগ্রস্তদের পক্ষে মিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন রিপন নামে এক ব্যক্তি বাদী হয়ে ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে শুক্রবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।


পুলিশ শনিবার আদালতে মামলার প্রতিবেদন পাঠিয়েছে। যাতে মামলা দায়েরে বিলম্বের কারণ উল্লেখ করা হয়েছে।


মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস , দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন , আব্দুল হান্নান, হাসানসহ ১৮ জনের নাম উল্লেখ রয়েছে। ২০২৩ সালের ৪ এপ্রিল ভোররাতে উল্লেখযোগ্য ব্যক্তিরা পরস্পরের জোগসাজসে পরিকল্পিতভাবে অগ্নি সংযোগ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال