"

চবিতে ভর্তিচ্ছুদের জন্য সুখবর


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১ মার্চ এবং শেষ হবে ২২ মার্চ। এবার সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বুধবার (২০ নভেম্বর) ভর্তি কমিটি মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এবারও চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।


শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


জানা গেছে, ১ মার্চ ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ), ৮ মার্চ ‘বি’ ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদ), ১৫ মার্চ ‘সি’ ইউনিট (ব্যবসায় ও প্রশাসন অনুষদ) এবং ২২ মার্চ ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আমাদের ভর্তি পরীক্ষা পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে। এবার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। গত বছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হয়েছিল তবে, এবার আমরা তা কমিয়ে ৩ করেছি। এ ছাড়া, বি-২ নামে নতুন একটি উপ-ইউনিট করা হয়েছে। এখানে আছে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য। অনেক সময় দেখা যায় এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আরবি পড়তেই জানেন না। এজন্য তাদের কথা বিবেচনা করে এ নতুন ইউনিট করা হয়েছে।


তিনি আরও বলেন, আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা সময়টা পরিবর্তন করেছি। শিক্ষার্থীরা বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন, দুপুর ১২টায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর ১টায় তাদের পরীক্ষা শেষ হবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال