"

লন্ডনে পিয়ানো শিখছেন তারেক রহমান: শফিক রেহমান


লন্ডনে স্ত্রীর উপহার দেয়া পিয়ানো দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিয়ানো বাজানো শিখছেন বলে জানিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বনানী হোটেল লেকশোরে লেখক জয়নাল আবেদীন এর 'তারিক রহমান: পলিটিক্স এন্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ' বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমি খুব ছোটবেলা থেকে হাওয়াই গিটার কিভাবে বাজাতে হয় লন্ডনে গিয়ে শিখতে চেয়েছিলাম, শিখেও ছিলাম। আসলে আমি কিন্তু গানের শিল্পী। আমাকে অনেকে বাই চান্স সম্পাদক বলে অনেকে অভিযোগ করেন, সেটা করতে পারেন। বলতে পারেন আমি বাই চান্স গিটারও শিখেছিলাম। তেমনি তারেক রহমানও পিয়ানো বাজানো শিখছেন এবং এখনো শিখছেন।

এই সিনিয়র সাংবাদিক তারেক রহমানের বাড়িতে যাবার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আমি তার (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) বাড়িতে (লন্ডনে) গিয়ে পিয়ানো দেখে অবাক হয়েছিলাম। আমি তার স্ত্রীকে জিজ্ঞেস করি, জুবাইদা রহমানকে এই পিয়ানো কে বাজায়? আমি দেখছি, আমি যে গানগুলো বাজানো শিখছি সে গানগুলো তারেক রহমানের পিয়ানোর এখানে সাজানো। তার স্ত্রী বললো, তারেক কিন্তু ছোটবেলা থেকে গানের অনেক ভক্ত। আমি বললাম, এটা তো কেউ জানে না! গান সে করে না কিন্তু এখানে এসে পিয়ানো শিখতে চেয়েছিলো, আমি তাকে গত জন্মদিনে তাকে উপহার দিয়েছি।

বই প্রকাশনী অনুষ্ঠানের বক্তব্যে অনেকে শেখ হাসিনা পালিয়েছে এমন শব্দ ব্যবহার না করে শেখ হাসিনা চলে গেছে বলায় অনেকটা দুঃখ প্রকাশ করে শফিক রেহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে এটা বলতে এত লজ্জা কেন?

তারেক রহমান দীর্ঘ দিন লন্ডনে বসবাস করায় সেখানকার শাসন ব্যবস্থার আদলে বাংলাদেশের শাসন ব্যবস্থা স্বচ্ছ ও জনবান্ধব করে গড়ে তুলবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ জমিরউদ্দীন শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, শরিফুল ইসলাম ববি প্রমুখ।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال