"

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পরামর্শ


সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, প্রত্যক্ষ নির্বাচন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচন না হওয়া ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে সংস্কার কমিশনের মতবিনিময়ে আসা সুধীজনরা।


শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে হওয়া বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে।


কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা আলোচনা হয়েছে। সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন কেউ কেউ। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা হয়েছে, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়।


তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে। প্রযুক্তি ব্যবহারের কথা এসেছে। সংস্কার কমিশনও এ নিয়ে ভাবছে, বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যাপারে। কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সে বিষয়েও বলেছেন। না ভোট ফিরিয়ে আনার জন্য বলেছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন সে বিষয়েও আলোচনা হয়েছে।এ ছাড়াও জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শও দিয়েছেন সুধীজনরা। তবে এর আগে নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ।


তোফায়েল আহমেদ জানান, কমিশন যে সংস্কার করতে চাচ্ছে, তাতে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে। বাঁচবে সময়। লাগবে অপেক্ষাকৃত অনেক কম জনবল।


এর আগে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রথমপর্বে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে কমিশন। বিকেলে মতবিনিময় করবে নারী প্রতিনিধিদের সঙ্গে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال