"

সারাদেশে ফ্যাসিবাদ থাকলেও ঢাবি সাংবাদিক সমিতি ছিল মুক্ত অঞ্চল : উপদেষ্টা নাহিদ


সারাদেশে ফ্যাসিবাদ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মুক্ত অঞ্চল হিসেবে ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।


শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নব গঠিত কমিটি ও এর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা ও মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।


উপদেষ্টা নাহিদ বলেন, রাজনৈতিক মতাদর্শের বাইরে সত্য প্রকাশ করার মাধ্যমে সব আন্দোলনেই উল্লেখযোগ্য ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ সব সাংবাদিকদের। আর জুলাই অভ্যুত্থানে তারা সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছে বলেই আন্দোলন সফলতা পেয়েছে।


জুলাই বিপ্লবে ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য একই সঙ্গে সাংবাদিক এবং শিক্ষার্থী হিসেবে দায়িত্ব পালন করেছে। আন্দোলন চলাকালে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন সাংবাদিক সমিতির সদস্যদের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পেরেছি এবং জানিয়েছি।


তথ্য উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের প্রতিটি আন্দোলনেই ক্যাম্পাস সাংবাদিকদের সেতুবন্ধন থাকে। আন্দোলনকালীন সময়ে সাংবাদিকতার বাইরে গিয়েও তারা আহত শিক্ষার্থীদের সহায়তা করে মানবাবিক কাজে অংশ নিয়েছে।


কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ বলেন, আন্দোলনকারীদের পক্ষ থেকে, অন্তরবর্তী সরকার এবং দেশের জনগণের পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং অন্যান্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال