"

প্যানিক অ্যাটাক বাঁচিয়ে দিলো মুন্নি সাহাকে!


সাংবাদিক মুন্নী সাহাকে প্যানিক অ্যাটাকের কারণে অসুস্থ অবস্থায় পরিবারের জিম্মায় ছেড়ে দিচ্ছে পুলিশ।

শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন মুন্নী সাহা। পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় এবং যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ডিবি কার্যালয়ের সূত্র অনুযায়ী, পরিস্থিতি বিবেচনা করে এবং প্যানিক অ্যাটাকের কারণে তাকে ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হচ্ছে। তবে শর্ত হিসেবে তাকে চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নিতে হবে।

ডিএমপির গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে তাকে জামিনের শর্তে ছেড়ে দেওয়া হচ্ছে। বিক্ষুব্ধ জনতার আক্রমণের কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েন, ফলে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, কারওয়ান বাজারে মুন্নী সাহা সবজি কিনতে গিয়ে জনতার রোষের মুখে পড়েন। পরে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলনের সময় একজন শিক্ষার্থীর মৃত্যু নিয়ে করা মামলায় মুন্নী সাহাকে আসামি করা হয়। এর আগে তার ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বিএফআইইউ চিঠি দেয়।

মুন্নী সাহা একসময় বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন এবং বর্তমানে তিনি ‘এক টাকার খবর’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال