"

বগুড়ার আ.লীগ নেতা মান্নান কারাগারে

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।


সোমবার (১১ নভেম্বর) বিকেলে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।


এর আগে রোববার (১০ নভেম্বর) রাতে কাহালু উপজেলা মুরইল ইউনিয়নের শীতলাই এলাকা থেকে আব্দুল মান্নানকে আটক করে র‌্যাব। পরে দুপুরে বগুড়া সদর থানায় তাকে সোপর্দ করা হয়।


বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, র‌্যাব সদস্য তাকে সদর থানায় সোপর্দ করার পর বগুড়ার একটি নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কালবেলা 
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال