"

ন্যায্যমূল্যে সবজি বিক্রয় কর্মসূচী শুরু করল কৃষকদল


আজ ঢাকা মহানগর উত্তর কৃষকদলের উদ্যোগে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের সামনে শুরু হয়েছে ন্যায্যমূল্যে সবজি বিক্রয় কর্মসূচী। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ। আরো ছিলেন উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন , সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

কর্মসূচীর উদ্দেশ্য: নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজার পরিস্থিতিতে মানুষকে সহায়তা করা।
কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি সংগ্রহ করে ন্যায্যমূল্যে জনগণের কাছে পৌঁছে দেওয়া।
প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচী চলবে, যেখানে বিভিন্ন তাজা সবজি সুলভ মূল্যে পাওয়া যাবে। মানুষ এখানে স্বল্প মূল্যে বাজার করতে পারবে। অসাধু সিন্ডিকেটের অপতৎরতা ঠেকাতে এ উদ্যোগ। সাধারণ মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করতেই এ উদ্যোগ নিয়েছি। 

ভ্রাম্যমাণ এ বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال