"

আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে ছিল মহানগর উত্তর যুবদল


আওয়ামী ষড়যন্ত্র ও সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।


রোববার (১০ নভেম্বর) রামপুরাতে এই কর্মসূচির মধ্য দিয়ে রাজপথে সন্ত্রাসবিরোধী অবস্থান জানান দেয় সংগঠনটি।


যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দীন জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে মহানগর যুবদল নেতা হাবিবুর রহমান সুমন, জুলিয়াস উদ্দিন, রাকিবুল বাশার বনি, রামপুরা থানা যুবদলের সভাপতি কামাল আহমেদ দুলু, সাধারণ সম্পাদক আসিফ সাত্তার শোভনসহ থানা যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।


এ ছাড়া রাজধানীর গুলশানে যুবদল ঢাকা মহানগর উত্তরের আওয়ামী সন্ত্রাসবিরোধী অবস্থান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচিও পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল, যুবদল মহানগর উত্তরের জুলহাস উদ্দিন, রাকিবুল বাসার বনি, গুলশান থানা যুবদল নেতা ফারুক, জুয়েল এবং জাকিরসহ থানার নেতৃবৃন্দ।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال