" তারেক রহমানের জন্মদিন পালন করলে ব্যবস্থা নেবে বিএনপি "

তারেক রহমানের জন্মদিন পালন করলে ব্যবস্থা নেবে বিএনপি


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। এ উপলক্ষে ওইদিন কোনো অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরইমধ্যে সিদ্ধান্তটি নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করেন, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোন অনুষ্ঠান পালিত হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال