"

৬ মাস আগে অনেক ভালো ছিলাম : মনিরা মিঠু


ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। যিনি মনিরা মিঠু নামেই বেশি পরিচিত। দুই দশক ধরে অভিনয় করছেন। যখন যে চরিত্রই করেন না কেন সেখানেই নিজেকে মানিয়ে নেন এই অভিনেত্রী। যার জন্য প্রতিনিয়ত ভক্ত-দর্শকের ভালোবাসাও কুড়ান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মনিরা মিঠু বলেন, ‘এই তো ঈদের কাজগুলো তো শুরু হয়ে গেছে আর আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। নাটকের পাশাপাশি আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন ক্ষতি পুষিয়ে আমার যে যার মতো কাজে ঝাপিয়ে পরেছি।’

তিনি বলেন, ‘বাজেট না পেলে কাজের মান ঠিক থাকে না, বাজেট আসলে মুখ্য বিষয়। ১০ বছর আগে আমি যেমন ছিলাম এখনও তেমন আছি এটা অবিশ্বাস্য।’
দিন যত যাচ্ছে আমরা বুড়ো হচ্ছি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার তো মনে হয় ৬ মাস আগে অনেক ভালো ছিলাম এই ৬ মাস পরে নিজের ছবি দেখে তুলনা করি আসলে দিন যত যাচ্ছে আমরা বুড়ো হচ্ছি, এটা খোদা প্রদত্ত নিয়ম।’



মনিরা মিঠুর কথায়, ‘আমরা যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করি তারা যোদ্ধা, আমরা খুবি কষ্ট করে কাজ করছি। কারণ আমাদের পারিশ্রমিক যদি সামান্য একটু বাড়ানো হয়। আমার নিজের কথা না আমার যারা সহশিল্পী আছেন তাদের ক্ষেত্রেও বলছি।’

‘অনেক সময় দেখা যায় বাজেট স্বল্পতার কারণে কাউকে বাদ দেওয়া হয় আর অল্প পয়সায় কাউকে নেওয়া হয় সেই কাতারে আমিও পরি অনেক সময়। এটা মেনে নিতে হবে।’

এরপর বলেন, ‘অনেকেরই মনিরা মিঠুকে এফোর্ট করাটা কষ্টকর হয়ে যায়, মিনি মাইজ করে কাজ করতে হয়। ডিরেক্টর বিশেষে সিনেমার বাজেট বেশি হয়, সেটা ডিরেক্টরের যোগ্যতা। সেই যোগ্যতায় তার বাজেট বেশি তিনি নাটক করেন ওটিটি করেন সিনেমা করেন যোগ্যতা গুণে বাজেট পেয়ে থাকেন।’
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال