"

গণহত্যাকারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা আসিফ


গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই কথা লেখেন আসিফ মাহমুদ। 

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

 
পোস্টে আসিফ মাহমুদ কোনো দল বা সংগঠনের নাম উল্লেখ করেনি। তবে আগামীকাল রোববার রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে। 

ঘোষণা অনুযায়ী, শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বিকেল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال