আলোচিত খবর" নামক এক ইউটিউব চ্যানেলে খালেদ মহিউদ্দীন এর একটা টকশো থেকে ছবি এবং টাইটেল সংগ্রহ করা হয়েছে
তারেক রহমান দেশে ফিরবেন কবে?
গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বিএনপির নেতা-কর্মীদের অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো দ্রুত দেশে ফিরে আসবেন। অন্তর্বর্তী সরকারের প্রায় আড়াই মাস পার হতে চললেও মি. রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন সেটি নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা রয়েছে।
তারেক রহমান কবে দেশে ফিরে আসবেন সেটি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বিএনপি নেতারা। তাদের মূল লক্ষ্যএখন তারেক রহমানের মামলা প্রত্যাহার। “বিএনপির তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কেউ হয়রানি থেকে বাদ যাননি। তারেক রহমান শুধু তার নিজের মামলা নিয়ে চিন্তা করছেন না। বিএনপির নেতা-কর্মী, সমমনা রাজনৈতিক দল ও স্বাধীনচেতা মানুষের বিরুদ্ধে গত ১৬ বছরে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে।
তিনি চান প্রতিটি মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয়,” বিবিসি বাংলাকে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। বিএনপির বরাবরই দাবি করছে, আওয়ামী লীগ সরকারের সময় বিগত সাড়ে ১৫ বছরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা দায়ের করা হয়েছে। তবে বিএনপির এই দাবি কতটুকু সত্য যেটি যাচাই করা সম্ভব হয়নি।
মি. আমিন বলেন, তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে 'আইনগত এবং রাজনৈতিক পরিবেশ' নিশ্চিত করা। "এমনও হতে পারে যে তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়ে গেলো, কিন্তু অন্য নেতা-কর্মীদের নামে মামলা রয়ে গেল। তিনি চাচ্ছেন, তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতা পর্যন্ত সবার মানবাধিকার যাতে সুরক্ষিত থাকে এবং তারা যেন আইনের শাসন থেকে বঞ্চিত না হয়," বলছেন মি.আমিন। "বাংলাদেশে সত্যিকার অর্থে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা হলে তিনি দেশে ফিরবেন"