" ‘আমরা পিঁপড়ারও ক্ষতি করি না, বাংলাদেশে কেন ইসকন টার্গেট জানি না’ "

‘আমরা পিঁপড়ারও ক্ষতি করি না, বাংলাদেশে কেন ইসকন টার্গেট জানি না’


বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস। সম্প্রতি তিনি গণমাধ্যমকে এই উদ্বেগের কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

রাধারম দাস বলেন, ‘একটি প্রতিষ্ঠান চালাতে হলে অর্থের প্রয়োজন হয়। সন্ন্যাসী, ভক্তদের খাওয়া, বিদ্যুৎ বিল পরিশোধ এবং অন্যান্য খরচ মেটাতে অর্থের প্রয়োজন। আমরা ইসকন থেকে মানুষের সেবা করতে এসেছি। আমরা পিঁপড়ারও ক্ষতি করি না। বাংলাদেশে ইসকনকে কেন টার্গেট করা হচ্ছে জানি না।’ 

গত বৃহস্পতিবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইসকন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাবে লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া এই তালিকায় থাকা অন্যরা হলেন­— কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

বিএফআইইউ'র এ নির্দেশনার ফলে এই ব্যক্তিদের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন ৩০ দিন স্থগিত থাকবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال