"

শক্তভাবে মাঠ দখলে রাখার আহ্বান আবদুস সালামের


নির্বাচন দাবিতে নেতাকর্মীদের সভা-সমাবেশের মাধ্যমে শক্তভাবে মাঠ দখলে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম।


রোববার (২৪ নভেম্বর) রাজশাহীর পদ্মা কনভেশন সেন্টারে (আলুপট্টি) নাটোর জেলা বিএনপির নেতকর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় তিনি এ আহ্বান জানান। রাজশাহী বিভাগ বিএনপির উদ্যোগে এ সভা হয়।নেতাকর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, আমরা নির্বাচন চাই। নির্বাচন না হলে চোখ বুঝে চিন্তা করেন, কী হতে পারে। এজন্য আমাদের সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শক্তভাবে মাঠে থাকতে হবে। নিজেদের মধ্যে কোথাও কোনো কোন্দল থাকলে সিনিয়রদের নিয়ে বসে তা মিটিয়ে নিতে হবে। সবাই একসঙ্গে এগিয়ে যেতে হবে।


তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা অনেককে হারিয়েছি। আমরা আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না। কিন্তু আমরা যদি ভুল করি, এর চেয়েও বিপর্যয়কর অবস্থা হতে পারে।


বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান-বিপ্লবের পরে দেশে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। কয়েক হাজার, লাখ মানুষ মারা যেতে পারত। আওয়ামী লীগের শাসনামলে যেটা ঘটেছিল। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের কারণে সেটা হয়নি। আওয়ামী লীগের অপকর্মের জন্য যে পরিমাণ লোক মারা যাওয়ার শঙ্কা ছিল, সে হিসেবে তাদের কিছুই হয়নি। সুতরাং তারেক রহমানের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার শতভাগ সক্ষমতা ও যোগ্যতা রয়েছে।




বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে সাংগঠনিক সভায় বিশেষ অতিথি ছিলেন দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ওবায়দুর রহমান চন্দন প্রমুখ নেতা।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال