"

খুতবা শেষে খতিবের মৃত্যু


খুতবার শেষে মুফতি মাহবুবুর রহমান নামে এক খতিবের মৃত্যু হয়েছে। তিনি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের খেলাফত মজলিশের সভাপতি।


শুক্রবার (২৯ নভেম্বর) এ ঘটনা ঘটে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের বড় ভাই আব্দুল মান্নান। মাহাবুবুর রহমান (৩৫) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মহিউদ্দিন মুন্সির ছেলে।


মৃত মাহবুবুর রহমানের ভাই আব্দুল মান্নান বলেন, মাহবুবুর রহমান নরসিংদী জেলার মাধবদী উপজেলার একটি মসজিদের খতিব ও একটি মাদ্রাসার মুহতামিম ছিল। শুক্রবার জুমার নামাজের আগে ইসলামিক আলোচনার পর খুতবা পাঠ করে মাহবুব। পরে মাহবুব অজ্ঞান হয়ে পড়লে মুসল্লিরা প্রথমে মাধবদী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকার শ্যামলী নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পরেই রাত ৯টায় মাহবুব মারা যায়।


চিকিৎসক জানিয়েছেন, মাহবুবুর রহমান স্ট্রোক করেছে। তার মৃত্যুতে কর্মস্থল, গ্রামের বাড়ি ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال