"

শিল্পকলা একাডেমির সামনে দুই পক্ষের হাতাহাতি!


বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে দুই পক্ষের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশ একযোগে কাজ করে।

জানা যায়, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ চলাকালে সেখানে ডিম ছুড়ে মেরেছে একদল ব্যক্তি।

তবে তারা কারা ছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি।
গত ২ নভেম্বর ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী চলার মাঝপথে সেটি বন্ধ করার দাবিতে শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করে একদল লোক। এই পরিস্থিতির মধ্যে দর্শকদের নিরাপত্তার কথা ভেবে প্রদর্শনীর মাঝপথে ওই নাটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাধারণ জনতা দাবি করে বেশ কিছু লোক শিল্পকলা একাডেমির সামনে এসে স্লোগান দিতে থাকে। এ সময় নাট্যকর্মীরা সেখান থেকে সরে যান। সাধারণ জনতা বলেছে, ‘নিত্যপুরাণ’ নাটক প্রদর্শনী তারা আর হতে দেবে না।

তবে শিল্পকলা একাডেমির প্রবেশদ্বারের মুখে নাট্যকর্মীরা অবস্থান নেন।

সমাবেশে ডিম ছুড়ে মারার পর বক্তব্যে বিশিষ্ট নাট্যনির্মাতা মামুনুর রশীদ বলেন, ‘সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতকারীদের দেখে ছাড়ব।’
নাট্যকার মাসুম রেজা বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এসে হামলা করে পালিয়ে গেছে। আমরা নাট্যকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

যারা এটি করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। এদের ভয়ে নাটক বন্ধ হবে না। আমরা প্রতিদিন নাটক করব। এখানে পুলিশ ছিল, তারা কাউকে কেন আটক করতে পারল না? যারা এসেছিল, তারা কয়েকজন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’
এ ঘটনার প্রতিবাদে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদসভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শিল্পকলায় একটি নাটকের প্রদর্শনী চলছে। সে প্রদর্শনী শেষ না হওয়া পর্যন্ত তারা সমাবেশস্থলে অবস্থান করবে।

 


Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال