মায়ের ভুল চিকিৎসার অভিযোগ, চিকিৎসককে ৭ বার ছুরিকাঘাত করল ছেলেভুল চিকিৎসা দেয়ার অভিযোগে ভারতের তামিলনাড়ুতে এক চিকিৎসককে সাতবার ছুরিকাঘাত করেছেন ক্যানসার আক্রান্ত এক নারীর ছেলে। তিনি অভিযোগ করেছেন, আক্রান্ত চিকিৎসক তার মাকে ভুল ওষুধ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আক্রান্ত চিকিৎসকের নাম ডা. বালাজি জগন্নাথান। তিনি একজন ক্যানসার বিশেষজ্ঞ। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার বুকে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে। তবে ভারতের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়াম জানিয়েছেন, আইসিইউতে চিকিৎসাধীন আহত চিকিৎসক এখন শঙ্কামুক্ত।
Tags
সারাদেশ