"

বিয়ের দু’দিন পর স্বামীকে অচেতন করে স্বর্ণের দোকান লুটে চম্পট স্ত্রীর


খুলনায় বিয়ের মাত্র ২ দিনের মাথায় স্বামীকে অচেতন করে সোনার দোকান লুট করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গৌতমকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নগরীর খালিশপুরের বিআইডিসি রোডের গৌতম জুয়েলার্সে এ ঘটনা ঘটে। খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।


স্থানীয়রা জানান, দোকানের এতোগুলো চাবি এবং সিন্ধুক কীভাবে খুলে নিয়ে গেল, কেউ দেখল না। ঘটনাটি রহস্যজনক।


দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একজন দোকান খুলছে। কিছুক্ষণ পর আবার তালা মেরে চলে যায়।
খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, শুনেছি স্ত্রী তার স্বামীকে অচেতন করে দোকান থেকে সোনা নিয়ে চলে গেছে। ভুক্তভোগী এখনো পুরোপুরি সুস্থ না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে সুস্থ হয়ে যেভাবে মামলা করতে চান সেভাবে আমরা ব্যবস্থা নেব। এছাড়া এরই মধ্যে এ বিষয়ে তদন্ত করছি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।


চিকিৎসাধীন খালিশপুর গৌতম জুয়েলার্সের মালিক গৌতম বলেন, বনানীর মেট্রো ম্যারেজ মিডিয়ার মাধ্যমে হৃদিকা পাল নামে এক নারীর সঙ্গে সম্পর্ক হয়। ৭ দিন আগে সিঁদুর-বালা দিয়ে বিয়ে করলেও বুধবার আমি ঢাকায় গিয়ে তাকে কোর্টের মাধ্যমে রেজিস্ট্রি বিয়ে করি। বিয়ে করেই তার ভাই পরিচয়ে একজনকে নিয়ে খুলনার বাড়ি চলে যাই। জিরোপয়েন্টে নেমে খাবার কিনে বাসায় যাই।


ধারণা করছি রাতে খাবারের সঙ্গে কিছু একটা মিশিয়ে খাওয়ানো হয়েছে। পরে সকালে শুনি আমার দোকানে থাকা সোনার অলঙ্কার লুট হয়েছে। প্রায় ১০০ ভরি সোনা নিয়ে গেছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال