"

কম্বল পাচারের সময় ধরা খেলেন পুলিশ সদস্য

Random Manga


নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় কম্বল চোরাচালানের অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার।


এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বহনকারী একটি ট্রাক থেকে ৩৫২ পিস অবৈধ কম্বল জব্দ করা হয়।


গ্রেপ্তার হওয়ারা হলেন কলমাকান্দা থানার পুলিশ কনস্টেবল আল আমিন মিয়া (৩০) ও কলমাকান্দার ধোয়ারিকোনা গ্রামের আব্দুল আলিম (৪৫)।


মেজর জিসানুল হায়দার জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খাসপাড়া এলাকায় কলমাকান্দা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে অবৈধ ভারতীয় কম্বলসহ তাদের গ্রেপ্তার করে।কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পুলিশ সদস্যের জড়িত থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads

Previous Post Next Post

نموذج الاتصال