"

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল স্পেন


অভিবাসন বা উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন নিম্ন আয়ের মানুষজন। এ দেশের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে স্পেন। দেশটি প্রতিবছর তিন লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে।


মঙ্গলবার (১৯ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্পেনের অভিবাসনবিষয়ক মন্ত্রী এলমা সেইজ বলেন, আগামী তিন বছরে প্রায় তিন লাখ করে অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে। বার্ধক্য জনসংখ্যা বেড়ে যাওয়ায় শ্রমশক্তির প্রসার করতে এ পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ইতালি ও জার্মানির মতো ইউরোপের অন্য দেশগুলো যখন সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করছে তখন স্পেন ব্যাপকভাবে অভিবাসীদের গ্রহণ করছে। এমনকি যুক্তরাষ্ট্রের নতুন সরকারও অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে।
এলমা সেইজ বলেন, আমাদের সামনে দুটি পথ খোলা রয়েছে। তা হলো স্পেনকে একটি উন্মুক্ত, সমৃদ্ধ দেশ বা একটি বদ্ধ ও দরিদ্র দেশে পরিণত করা। আমরা আগেরটিকে বেছে নিয়েছি। দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখার জন্য বছরে প্রায় আড়াই থেকে তিন লাখ প্রদানকারী বিদেশি কর্মী প্রয়োজন।


ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ স্পেন। দেশটিতে লাতিন আমেরিকা থেকে দক্ষ অভিবাসীদের অনুপ্রবেশ বেশ বেড়েছে। এসব অভিবাসী প্রযুক্তি ও হসপিটালিটি খাতে কাজ করে যাচ্ছে। দেশটির জিডিপি গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় কোয়ার্টারে তিন দশমিক চার শতাংশ বেড়েছে।


অভিবাসননীতিতেও সংস্কার আনতে যাচ্ছে স্পেন। দেশটি চাকরিপ্রত্যাশীদের ভিসার মেয়াদ তিন থেকে ১২ মাস বাড়াতে চলেছে। এ ছাড়া শিক্ষার্থীদের সপ্তাহে ৩০ ঘণ্টা কাজের সুযোগ দিতে যাচ্ছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال