"

দুর্ঘটনার কবলে গাড়ি, নিমিষে মাছ লুটে নিয়ে গেলেন গ্রামবাসী

Random Manga


হঠাৎ করে তীব্র বেগে এসে দেওয়ালের সঙ্গে থাক্কা খায় মাছ বোঝাই একটি গাড়ি। গাড়িটি দেওয়ালে এত জোরে ধাক্কা দিয়েছে যে, শুধুমাত্র কপাল ভালো থাকায় চালক প্রাণে বেঁচে যান। দেওয়ালে ধাক্কা দেওয়ার পর ওই গাড়ি থেকে বেশিরভাগ মাছ নিচে পড়ে যায়। আর ওই মাছগুলো মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যান গ্রামবাসী। যা ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়।

ভারতের উত্তরপ্রদেশের সিধার্থনগরের দাফিলপুর পেট্রল পাম্পের কাছে গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, গাড়িটি একটি লোকাল মার্কেটে যাচ্ছিল। তখন এটির চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি রাস্তা থেকে ছিটকে একটি দোকানের দেওয়ালে ধাক্কা মারে। তখনই মাছগুলো ছিটকে বাইরে পড়ে যায়। এরপর গ্রামবাসী জড়ো হয়ে সেখান থেকে মাছ লুট করা শুরু করেন। বড় সাইজের মাছগুলো কিছুক্ষণের মধ্যেই লুট করে নিয়ে যান তারা। তবে ওই সময় চালককে উদ্ধার করা হয়েছিল কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।

Ads

Previous Post Next Post

نموذج الاتصال