"

এখন থেকে আকাশ পথ বিমান ৭শ ডলার করে প্রতিদিন কর দিতে হবে বাংলাদেশকে।।


আকাশ পথ নজরদারি রাখার জন্য ৭৩০ কোটি টাকা দিয়ে দু’টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে, একটি রাডার বসানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আরেকটি চট্টগ্রাম বিমানবন্দরে রাডার বসানোর কাজ চলছে।

এখন থেকে ভারতের বিমান বাংলাদেশের আকাশ সীমা পাড়ি দিতে হলে কর দিতে হবে,যা আগে কখনো ভারত বাংলাদেশকে কর দিতো না, বরং তারা উল্টো আকাশ পথের কর আমাদের কাছ থেকে নিয়ে যেতো, তাদের রাডারের মাধ্যমে।

কিন্তু এখন থেকে তাদের বিমান ৭শ ডলার করে প্রতিদিন কর দিতে হবে বাংলাদেশকে।।
ভারতের ১শ বিমান উঠানামা করে আমাদের ভূখণ্ডে ১০০×৭০০=৭০ হাজার ডলার বাংলাদেশকে ভারত কর দিতে হবে,শুধু ভারত না এখন থেকে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো দেশের বিমান চলাচল করলে বাংলাদেশকে কর দিতে হবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال