"

প্রকাশ্যে এসেই ৫২ প্রস্তাব দিলেন শাবিপ্রবি শিবিরের সভাপতি-সেক্রেটারি


প্রকাশ্যে এলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার ‍সভাপতি ও সেক্রেটারি। এ সময় তারা উপাচার্যকে ১৩টি বিষয়ে ৫২ দফা প্রস্তাব দিয়েছেন।


জানা গেছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন। তারেক নৃবিজ্ঞান বিভাগের আর তুহিন বাংলা বিভাগের শিক্ষার্থী।


বুধবার (২৭ নভেম্বর) সকালে নিজেদের ফেসবুক পেজে স্মারকলিপি জমা দেওয়ার একটি ছবি শেয়ার দেয় শিবিরের শাবিপ্রবি শাখা। এ সময় তারা উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ার উদ্দিন চৌধুরী বরাবর ১৩টি বিষয়ে মোট ৫২টি প্রস্তাবনা তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন।


এগুলোর মধ্যে ফ্যাসিবাদের মূল উচ্ছেদ, প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, আবাসন সংকট, পরিবহন ব্যবস্থা, নিরাপত্তা সংক্রান্ত, গবেষণার মানোন্নয়ন, ইউসি, লাইব্রেরি, শিক্ষক নিয়োগ সংক্রান্ত, ধর্মীয় উপাসনালয়, শারীরিক শিক্ষা কেন্দ্র এবং মেডিক্যাল সেন্টার সংক্রান্ত বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হয়।

উল্লেখ্য, শাবিপ্রবি ছাড়াও সম্প্রতি ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংগঠনটি।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال