"

ফরিদপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


ফরিদপুরে দ্রুত বিচার আইনে করা একটি মামলায় সাবেক ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজবাড়ীর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম রাজিব হোসেন রিহাদ (৩৫)। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা এলাকার কাদের শেখের ছেলে তিনি।


পুলিশ সূত্রে জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর করা একটি দ্রুত বিচার আইনের মামলার এজাহার নামীয় ১৬ নম্বর আসামি ছিলেন রাজিব হোসেন।ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাহিম ফয়সাল কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর এলাকা থেকে রাজিব হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال