"

রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব নয় : হাসান আরিফ

Random Manga


রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন, পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।


সোমবার (১৮ নভেম্বর) যশোরে জেলা প্রশাসকের কার্যলয়ে সরকারি কর্মকর্তা, সুধী সমাজ, ছাত্র নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।


হাসান আরিফ বলেন, রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব না। চাইলাম, আর বাজার থেকে কিনে নিয়ে আসলাম, বিষয়টি এমন নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার সেই পক্রিয়া অনুযায়ী কাজ করছে।


উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশী। সবাই চায় দ্রুত রাষ্ট্রের সংস্কার হোক। সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে। বেশ কিছু বিষয়ে অগ্রগতিও হয়েছে। দ্রুতই সাধারণ মানুষের কাছে সেগুলো দৃশ্যমান হবে।
মতবিনিময় সভায় যশোরে পর্যটন খাতে উন্নতি, দুর্নীতিমুক্ত ভূমি অফিস ও পরিত্যক্ত জাবের ইন্টারন্যাশনাল হোটেলকে বিশেষায়িত হাসপাতালে রুপান্তরের আহ্বান প্রসঙ্গে জানতে চাওয়া হয়।


এই প্রসঙ্গে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, যশোরসহ সারা দেশের ভূমি অফিসে দুর্নীতি বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিত্যক্ত জাবের ইন্টারন্যাশনাল হোটেলকে হার্ট ফাউন্ডেশন বা ক্যান্সার নিরাময় কেন্দ্র হিসেবে রূপান্তরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।


মতবিনিময় শুরুর আগে জুলাই অভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়।


এর আগে সকালে বেনাপোলের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এসময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

Ads

Previous Post Next Post

نموذج الاتصال