এর আগে গত ১১ সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদসহ ১৯০ জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা করেন আইকন বাসের মালিক আবুল খায়ের। এতে ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে।
রাতে চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার উজ্জামান বলেন, বাসযাত্রী হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও সাবেক উপসচিব কিবরিয়া মজুমদারকে নির্ধারিত দিনে আদালতে হাজির করতে কুমিল্লায় আনা হয়েছে। এ মামলায় শহীদুল হক এজাহার নামীয় আসামি। তবে কিবরিয়া মজুমদারের নাম এজাহারে না থাকলেও তার জড়িত থাকার প্রমাণ মিলেছে, তাই তাকে এ মামলায় শোন গ্রেপ্তার দেখানো হয়েছে।