"

মণিপুরে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠাবে মোদি সরকার


সংঘাত-সহিংসতায় জর্জরিত মণিপুর রাজ্যে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠাতে যাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্র সরকার। শুক্রবার (২২ নভেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মণিপুরের প্রধান নিরাপত্তা পরামর্শক কুলদ্বীপ সিং।মণিপুরে আগে থেকেই ১৯৮ কোম্পানি বা প্রায় ২৫ হাজারের মতো সেনা অবস্থান করছিল। নতুন করে আরও ৯০টি কোম্পানি পাঠানো হবে সেখানে। এই ৯০টি কোম্পানিতে রয়েছে প্রায় ১০ হাজার ৮০০ সেনা।

নিরাপত্তা পরামর্শক কুলদ্বীপ মণিপুরের রাজধানী ইম্ফাল থেকে বলেছেন, “আমরা নতুন করে ৯০ কোম্পানি সেনা পাচ্ছি। ইতিমধ্যে তাদের একটি বড় অংশ ইম্ফালে পৌঁছেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং ঝুকিপূর্ণ এলাকাগুলোয় নজরদারি চালাতে আমরা সেনাদের মোতায়েন করছি।”তিনি আরও বলেছেন, “কয়েকদিনের মধ্যে সব এলাকা সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া প্রত্যেক বিভাগে নতুন কর্ডিনেশন সেল এবং যৌথ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। যেগুলো ইতিমধ্যে চালু হয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি।”

সূত্র: এনডিটিভি
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال