"

কারাগারে বসে পরীক্ষার অনুমতি পেলেন সাবেক মেয়র তিতু


বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে থেকে বিএসএস পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর শেখ তিতু। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারের বিএসএস পরীক্ষায় অংশ নেবেন তিনি।


সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর ১নং আমলি আদালতে আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন এ আদেশ দেন।


রাজবাড়ী জেলা জজ আদালতের আইনজীবী মো. উজির আলী সেখ বিষয়টি নিশ্চিত করেছেন।


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজবাড়ী অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর থেকে সারা দেশের মতো রাজবাড়ীর ৫টি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ/বিএসএস পরীক্ষা শুরু হবে। ডা. আবুল হোসেন কলেজের শিক্ষার্থী হিসেবে রাজবাড়ীর সাবেক পৌর মেয়র, আলমগীর শেখ তিতু বিএসএস পরীক্ষায় অংশ নেবেন রাজবাড়ী সরকারি কলেজ কেন্দ্রে।


কিন্তু কারাগারে আটক থাকায় তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন না। সে কারণে আদালতের নির্দেশে তাকে কারাগারের অভ্যন্তরেই পরীক্ষায় অংশ নিতে হবে।


সোমবার আদালতের বিচারক মো. সুমন হোসেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের সহায়তায় রাজবাড়ীতে এ পরীক্ষা অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন উপআঞ্চলিক পরিচালক আইনুল হক।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال