"

হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার


চট্টগ্রামে হত্যা মামলায় মো. ইসমাইল হোসেন বাতেন নামে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাতেন ফেনীর পরশুরাম উপজেলার আব্দুল মান্নানের ছেলে।

তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলা রয়েছে। বাতেন চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, ‌বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা এবং হত্যা মামলায় ইসমাইল হোসেন বাতেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال