"

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা বহিষ্কার


শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর শাহ আলী থানা বিএনপির আহ্বায়ক কাউসার আহমেদ পাপ্পুকে বহিষ্কার করা হয়েছে।


ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর শাহআলী থানা বিএনপির আহ্বায়ক কাউসার আহমেদ পাপ্পুকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال