"

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ছাত্ররা : সমন্বয়ক হান্নান


ছাত্রদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।


সোমবার (২৫ নভেম্বর) বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।


স্ট্যাটাসে হান্নান মাসুদ লেখেন, ক্ষমতায় যাওয়ার সেইফ হাতিয়ার হলো ছাত্ররা। আমাদের সবসময়ই ব্যবহার করা হয়েছে, হচ্ছে। এই দেশের মানুষ আর মুক্তি পেল না।


এরপর একই দিন সন্ধ্যায় তিনি আরেকটি স্ট্যাটাস দেন।


তাতে হান্নান লেখেন, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বল্প সময়ের মধ্যে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা আহ্বান করেছে।


তিনি লেখেন, ইনশাআল্লাহ অতিদ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال