"

দিল্লি হাসিনাকে আমাদের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছে’


আমাদের মূল লড়াই দিল্লির সঙ্গে। আমি বলেছি, সাপের লেজ বাংলাদেশে হলেও মাথা দিল্লিতে। দিল্লি বিগত ১৬ বছর স্বৈরাচার হাসিনাকে আমাদের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছে। হিন্দুস্তান আমাদের জাতীয় নেতাদের যুদ্ধাপরাধের নামে ফাঁসির মঞ্চে পাঠিয়েছে।

গতকাল চট্টগ্রাম মহানগরের ষোলোশহর ২ নম্বর গেট এলাকায় আয়োজিত সমাবেশে এসব কথা বলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুন বিন ইজাহার।

তিনি আরও বলেন, হিন্দুস্তান আমাদের ওপর শিক্ষা, সাংস্কৃতিক, ধর্মীয়সহ সব ধরনের আগ্রাসন চালিয়েছে। তারা যদি বিভিন্ন দল ও গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে আমরাও আমাদের যুদ্ধ অব্যাহত রাখব। আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ভারতীয় সহকারী হাইকমিশনকে স্মারকলিপি দেব।’

‘আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে’ হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে হেফাজতে ইসলামের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, ইসকনকে এক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা না হলে লংমার্চসহ কর্মসূচি ঘোষণা করা হবে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال