" হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছালেন উপদেষ্টা আসিফ "

হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছালেন উপদেষ্টা আসিফ


হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুরের পীরগাছার সুখানপুকুর হেলিপ্যাড মাঠে অবতরণ করে। এ সময় তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা সেখানে ভিড় করে। সেখান থেকে উপজেলার পাওটানাহাট কলেজে মতবিনিময় সভায় যোগদান করেন তিনি।


মতবিনিময় শেষে উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন তিনি। পরে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২টায় রংপুরের কাউনিয়া উপজেলায় হেলিকপ্টারযোগে যাবেন। সেখানেও অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এছাড়াও সফরসূচির বাইরেও এদিন তিনি আরও কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال