"

শহিদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে


জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের অন্তত একজনকে চাকরির ব্যবস্থা করাসহ তাদের পাশে দাঁড়ানোর সব পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ এ শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা জানান।

সারজিস আলম বলেন, যারা শহিদ হয়েছেন তারা শ্রেষ্ঠ সন্তান। শহিদ পরিবারকে সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করছে ফাউন্ডেশন। নভেম্বর মাসের মধ্যে শহিদদের লিস্ট চূড়ান্ত করার চেষ্টা করবে ফাউন্ডেশন।

তিনি বলেন, যেভাবে আমাদের শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিল, আমরা সেভাবে দাঁড়াতে পরিনি। তবে আমাদের চেষ্টার কমতি ছিল না। আমরা সবার কাছে যাব, কথা শুনবো। এটা শুরু। আমরা আমাদের জীবনের বিনিময়ে এই ফাউন্ডেশনকে বাঁচিয়ে রাখবো।

সারজিস আরো বলেন, যারা ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন, তাদের লিস্টকে প্রশ্নবিদ্ধ করা হয়। তবে আমরা এ বেলায় তা চাই না। যথাযথ ভেরিফিকেশন করেই শহিদদের তালিকা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال