"

ভারত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা পায়নি, যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি আমরা: রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেনি। কিন্তু আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি।

 

 

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভারতের হাসপাতালের কথা উল্লেখ করে রিজভী বলেন, ভারতের হাসপাতাল বাংলাদেশের রোগী দেখবে না।পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দুর এমন বক্তব্যেই প্রমাণ হয় বাংলাদেশ নিয়ে কত বিদ্বেষ তাদের। ভারত না করলে আমরা চিকিৎসা পাব না বিষয়টি এমন নয়।দেশেও বর্তমানে অনেক হাসপাতাল রয়েছে।দেশেও অনেক ভালো যোগ্য চিকিৎসক রয়েছে। আমরা কারও ওপর নির্ভরশীল না।আমাদের সব কিছুই রয়েছে।

শুভেন্দুকে উল্লেখ করে মি. রিজভী আরো বলেন,ভারতের থেকেও বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থা অনেক উন্নতমানের।কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বাথরুম করার জন্য উন্মুক্ত জায়গা ছাড়া আর কোন ব্যবস্থা নেই।সেই জায়গা বাংলাদেশে অনেক উন্নতমানের।আমরা সবদিক দিয়ে আত্নানির্ভরশীল।

কলকাতার হাসপাতাল ক্লিনিকগুলো চলেই বাংলাদেশের টাকায়।ভয়েস অব আমেরিকার কথা উল্লেখ করে মি. রিজভী আরো বলেন,সবচেয়ে বেশি নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা।গণতন্ত্রের পথে বাঁধা সৃষ্টি করে ছাত্রজনতার আন্দোলনের চেতনাকে পরিকল্পিতভাবে নস্যাৎ করার চেষ্টা করছে দিল্লীর সাউথ ব্লক।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال