"

উত্তর আফ্রিকার মুসলিম দেশে নজর জিনপিংয়ের


যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চায় চীন। তাই সুদূরপ্রসারী কৌশল নিয়ে এগোচ্ছে বেইজিং। নিজেদের এমন পরিকল্পনার অংশ হিসেবে এবার উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশে চীনের নজর পড়েছে।


ওই দেশেই চীন শত শত কোটি টাকা বিনিয়োগ করতে চায়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সংক্ষিপ্ত এক সফরে মরক্কো যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।


কাসাব্লাঙ্কায় পৌঁছলে জিনপিংকে স্বাগত জানান মরক্কোর যুবরাজ মৌলে এল হাসান। বিমাবন্দরে মরক্কোর যুবরাজের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আজিজ আখানৌচও ছিলেন। সেখানেই জিনপিংয়ের সঙ্গে এল হাসানের আন্তরিক আলাপচারিতা হয়।


মরক্কোর অবকাঠামো ও রেল খাতে সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগ বাড়িয়েছে চীন। বিশেষ করে মরক্কোর অবস্থান ইউরোপের খুব কাছাকাছি হওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে চাইছে বেইজিং।ইউরোপের বাজারে প্রবেশে মরক্কোকে তরী হিসেবে চীন ব্যবহার করতে চাইছে। এ জন্য ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি কারখানা প্রতিষ্ঠার জন্য মরক্কোকে বেছে নিয়েছেন জিনপিং
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال