"

প্রতিহিংসার রাজনীতিতে আমি বিশ্বাস করি না’


নীলফামারীর সৈয়দপুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন বলেছেন, প্রতিহিংসার রাজনীতিতে আমি বিশ্বাস করি না। বিগত দিনের রাজনীতি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। দেশ আমাদের সবার। দেশের প্রতি আমাদের ভালোবাসা চিরন্তন।


শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় জন্মভূমি সৈয়দপুরের বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।


এদিন বেলা ১১টার দিকে জন্মভূমি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। পরে বিমানবন্দর থেকে বেরিয়ে এলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উল্লাসধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।


শিল্পী বেবী নাজনীন নিজ দল বিএনপির কথা উল্লেখ না করে আরও বলেন, দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি, থাকব। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকব। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি নিজ জন্মভূমি সৈয়দপুরের প্রসঙ্গ তুলে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমার জন্মভূমির জন্য কিছু করতে চাই। আমি সৈয়দপুরে এসেছি, আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের দোয়া চাই।


পরে তিনি স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং কিছু সময় কাটান। এ সময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال