"

সারজিস আলম আপনার পেশা কি?


এ সম্পকে কয়েকজনের মন্ত্যব্য নিচে উল্লেখ করা হচ্ছে ...,

১/ অসাধারণ সারজিসেরর প্রশ্নোত্তর দেওয়া একেই বলে মেধাবী প্রশ্নকর্তার প্রশ্ন শুনে রাগ না করে সুন্দরভাবে হাস্যজ্জল মুখে প্রশ্নের উত্তর শুনি বুঝা যায় এরাই দেশের যোগ্য পরিচালক হলে ভালো হতো বাবা সার্জিস তোমার জন্য আশীর্বাদ রইল

২/ভালো লাগলো, উভয়ের কথা যুক্তিযুক্ত এবং গঠনমূলক। সংস্কারের ব্যাপারটা আসলে ফিফটি-ফিফটি হয়ে গেছে। কখনো মনে হয় ব্যাপারটা আসলে সেমি বিপ্লব এবং সেমি গণ অভ্যুত্থান। পরিসংখ্যানের দিক থেকে যদি যেকোনো একটিকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে দেখা হতো তাহলে উন্নয়নের পর্যায়ক্রমিক এবং রাজনৈতিক ধারা গুলো দ্রুত ক্রমান্বয়ে পরিবর্তিত এবং পরিবর্ধিত হত। আর আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় সেটি হয়নি বিধায় আত্মকেন্দ্রিক সমালোচনা বাড়তেছে। কাজের জায়গাগুলোতে নেতিবাচক প্রভাব পড়তেছে দিন দিন।

৩/বাংলার দ্বিতীয় মীরজাফর খালেদ মহিউদ্দিন সাহেব আপনি তার সঙ্গে কথা বলছে তিনি হলেন সমন্বয়কারী সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে দামি গাড়ি চড়ে ব্যাংক ব্যালেন্স কত কিছুই না ওনার আছে পাশাপাশি উনি যে বললেন উনি সরকারের অংশ নয় তাহলে পুলিশ নিয়ে ঘুরেন কেন

এ বিষয়ে আপনার মতামত অবষ্যই জানাবেন ...।ধন্যবাদ ।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال