"

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি, ভোট চুরি ও মারধরের অভিযোগে শাহবাগ থানার মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।


শুক্রবার (১৫ নভেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করেন। তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।


মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে অডিটোরিয়াম থেকে আইনজীবীদের বের করে দেওয়া হয়। এরপর অভিযুক্তরা নির্বাচন কমিশনারের নেতৃত্বে জাল ও ভুয়া ব্যালট তৈরি করে ভোট দিয়ে ১৪ জনকে নির্বাচিত ঘোষণা করেন। এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের নামে রাজধানীর শাহবাগ থানায় গত ৩০ সেপ্টেম্বর মামলা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এবি এম ইব্রাহীম খলীল।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال