"

মানবাধিকারের প্রতি সম্মান জানাতে যুক্তরাষ্ট্রের আহ্বান


পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে চলমান বিক্ষোভের মাঝে মানবাধিকার ও শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।


মঙ্গলবার (২৬ নভেম্বর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান। খবর ডন।


আহ্বানে তিনি বলেন, ‘আমরা মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করি। একই সঙ্গে আমরা পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই যেন তারা মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে সম্মান করে এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করে।’


এদিকে ইমরান খানের সমর্থকদের ‘চূড়ান্ত বিক্ষোভের’ অংশ হিসেবে রাজধানী ইসলামাবাদের দিকে অগ্রসর হতে দেখা গেছে। তবে বিক্ষোভকারীদের বাধা দিতে কন্টেইনার ও কাঁটাতারের বেড়া স্থাপন করে সরকার। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।


ডি-চকের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে, যাদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য।


স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা বিক্ষোভকারীদের প্রতি সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং সরকারের প্রতি আহ্বান জানাই যেন তারা আইনশৃঙ্খলা বজায় রাখার সময় মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে।’


ইমরান খানের সমর্থকরা বিক্ষোভের মাধ্যমে তার মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছেন। পিটিআই দলের দাবি, ইমরানের বিরুদ্ধে আনা ১৫০টিরও বেশি মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।


উল্লেখ্য, ইমরান খানের কারাবাসের পর থেকে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال