"

দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে: সোহেল তাজ


আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, “একটি পরিবার দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে।”

রবিবার (১০ নভেম্বর) বেলা ১টা ২৫ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন কথা বলেন তিনি।

রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক ও মারধরের একটি প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে এ পোস্ট করেন সোহেল তাজ।
সোহেল তাজ বলেন, “একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে, শত শত মানুষকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামী লীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে।”

“তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন” বলেও মন্তব্য করেন সোহেল তাজ
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال