"

আদর্শ রাজনীতিবিদ তৈরি করবে বিএনপি: তারেক রহমান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে কেবল ভালো ডাক্তার ও ইঞ্জিনিয়ার তৈরি করাই যথেষ্ট নয়, বরং দক্ষ ও আদর্শবান রাজনীতিবিদও তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যেই কাজ করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।


তারেক রহমান আরও বলেন, প্রতিটি ব্যক্তির মেধা অনুযায়ী তাদের দক্ষতা উন্নয়ন করা হবে এবং সবার অংশগ্রহণে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, স্বৈরাচার থেকে মুক্তি পাওয়া দেশের মানুষের এখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার সময়। বিএনপির দেওয়া ৩১ দফার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, দেশের তরুণ সমাজকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে এবং খেলাধুলায় বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভরতা কমাতে হবে। এসব উদ্যোগ সরকারিভাবে পরিচালিত হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال