বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের অপকর্মের প্রতিবাদ করে বহু মানুষ বাড়িছাড়া, দেশছাড়া হয়েছেন। যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদের আত্মীয়স্বজনরাও সরকারের রোষাণল থেকে বাঁচতে পারেননি। মামলা-হামলায় দুর্বিষহ জীবন কেটেছে প্রতিবাদী মানুষ এবং তাদের পরিবারের সদস্যদের।
ফ্যাসিস্ট সরকারের হুমকিধমকি, মামলার আসামি হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাহসী কিছু সাংবাদিক ও অনলাইন অ্যাকটিভিস্ট। বিদেশে গিয়ে অমানবিক জীবনযাপন করেও তারা অকুতোভয়ে লড়ে গেছেন নিজ দেশের মানুষ ও গণতন্ত্রের মুক্তির জন্য। তারা প্রতিনিয়ত বিগত সরকারের দুঃশাসনের নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছেন।
বিশ্বব্যাপী নানা ফোরামে তুলে ধরেছেন নিপীড়িত বাংলাদেশিদের কথা। শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানে তাদের ছিল অবিস্মরণীয় অবদান। ছাত্র-জনতার অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হয়েছে। এখন পর্যন্ত তাদের মামলাগুলো প্রত্যাহার করা বা তাদের যথাযথ সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় এখনো তারা দেশের মাটিতে পা রাখতে পারছেন না। মেলেনি কোনো স্বীকৃতিও।
জানা গেছে, যেসব সাংবাদিক, অনলাইন অ্যাকটিভিস্ট বিদেশে থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন তাদের মধ্যে রয়েছেন মুশফিকুল ফজল আনসারী, পিনাকী ভট্টাচার্য, তাসনীম খলিল, ড. কনক সারোয়ার, জুলকারনাইন সায়ের খান সামি, ইলিয়াস হোসেন, আব্দুর রব ভুট্টো, মনির হায়দার, ফাহাম আবদুস সালাম, শাহেদ আলম, সাইফুর সাগর, নাজমুস সাকিব, ফয়েজ আহমদ তৈয়্যবসহ আরও অনেকে।
মাধ্যমে সরকারের অপকর্ম ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং সরকারের মন্ত্রী এমপি দুর্নীতির আর বিদেশে টাকা পাচারের একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এ কারণে তার ছোট ভাই ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনূকে গ্রেপ্তার করে কারাগারারে প্রেরণ করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলো তার পুরো পরিবার।
ইউটিউব চ্যানেল নাগরিক টিভির নাজমুস সাকিবও সরব ছিলেন দুর্নীতির বিরুদ্ধে। বিজ্ঞানী ফাহাম আবদুস সালামের ভিডিও বেশ সাড়া ফেলে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তার বক্তব্য বিপুল আবেদন তৈরি করে। ব্লগার আসাদ নূরের বরগুনার বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাবা-মাসহ পরিবারের ছয় সদস্যকে দুই দিন আটক রাখাসহ অনেক ঘটনা সামনে এসেছে। এই প্রতিবাদী সৈনিকদের কষ্টের জীবনের কথা বাংলাদেশ প্রতিদিন ধারাবাহিকভাবে প্রকাশ করবে।
Tags
জাতীয়