"

মুজিব বাদী বলে যারা নিজেদের পরিচয় দেন, তারা মুর্খ এবং আত্ম-মর্যাদাহীনঃ হাসনার আব্দুল্লাহ


সামাজিক মাধ্যম ফেসবুকে ‘দেখা না দিলে বন্ধু,কথা কইয়ো না’ ক্যাপশনে লাইভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগের মাঠে নামার ইস্যুতে রবিবার (১০ নভেম্বর) সকালে লাইভে আসেন তিনি।

ফেসবুক লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে। এটা তাদের বুঝতে হবে। শেখ হাসিনা নেতাকর্মীদের কী হবে, তারা কীভাবে থাকবে সেটা না ভেবে পালিয়ে গেছে।’

অন্যদিকে আরেক সমন্বয়ক সারজিস আলমও তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন। তিনিও লিখেন, ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال