"

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৩ দিনের রিমান্ডে


বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।


বুধবার (১৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে শুনানি শেষে এ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন।


এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে এ মামলায় সাত দিনের পুলিশ রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।


এ সময় আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করেন।
গত ২৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, এক হাজার ১২০ কানাডিয়ান ডলার, এক হাজার ১০০ ইউরো, তিন হাজার ১১৭ কাতার রিয়াল, পাঁচ হাজার ৩০০ থাইবাথ, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার এবং তিন হাজার রুপি জব্দ করা হয়। এছাড়াও প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও স্বর্ণের বার উদ্ধার করা হয়।


বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধারের ঘটনায় গত ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনের ২৩(১) ধারায় মামলা দায়ের করে পুলিশ।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال